Basic English Grammar এর কথা বললেই, সর্বপ্রথম আমাদের Parts of Speech এর প্রথম Part – Noun সম্পর্কে ভাল ধারনা রাখতে হবে। কারণ Noun মানে যেকোন কিছুর নাম। আর আমরা যা লিখি এবং পড়ি, এর মধ্যে Noun এর সংখ্যা অনেক। এছাড়া English Grammar এর সবচেয়ে সহজ কিছু টপিক Article এবং Punctuation ভালভাবে শিখতে হলে, Noun জানা খুবই জরুরী। তাই আজকে আমরা জানবো কিভাবে সহজে বাংলায় Noun শেখা যায়।
Noun | Parts of Speech
Noun: যে কোন ব্যক্তি, বস্তু, স্থান এবং অবস্থার নামকেই Noun বলে।
Ex: Saddam, Quran, Sastapur, Happiness etc.
Noun প্রধানত দুই প্রকারঃ
1) Abstract Noun: যা দেখা, স্পর্শ করা, ঘ্রান নেওয়া, স্বাদ নেয়া এবং শুনতে পাওয়া যায়না কিন্তু অনুভব করা যায় তাকেই Abstract Noun বলে। এই Noun এর আগে কখনো Article বসে না।
Ex: Happiness, Freedom, Kindness, Cruelty, Love, Friendship, Honesty etc.
চিনার উপায়ঃ Word এর শেষে ness, tion, dom, ce, cy, th, ty, ship, age, ment, sion, ism থাকলে তা Abstract Noun.
2) Concrete Noun: যেই Noun এর অস্তিত্ব আছে, দেখা যায়, ধরা যায়, ছোয়া যায় ইত্যাদিকে Concrete Noun বলে।
এই Noun চার প্রকারঃ
i) Proper Noun
যে Word নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, এবং স্থানের নামকে বোঝায় তাকে Proper Noun বলে।
এই Noun এর প্রথম অক্ষর সবসময় Capital Letter এ হবে ।
বিঃ দ্রঃ মানুষের নাম, জায়গার নাম, স্থানের নাম এবং রোগের নামের আগে Article বসে না। তবে অন্য সব Proper Noun এর আগে the Article বসবে।
Ex: Bangladesh, London, Quran, Bible, Titanic, Macbeth, Shitolokkha etc.
ii) Common Noun
যে Word সাধারন ব্যক্তি, বস্তু, এবং স্থানের নামকে বোঝায় তাকে Common Noun বলে।
Ex: Boy, Girl, City, Country, Book, River etc.
Let’s discover the difference between Proper and Common Noun:-
Proper | Common |
---|---|
Bangladesh | Country |
London | City |
KFC | Restaurant |
iii) Collective Noun
যে Word সকল ব্যক্তি, বস্তু, এবং স্থানের নামকে একসাথে বা সমষ্টি বোঝায় তাকে Collective Noun বলে।
Ex: Team, Party, Crowd, Army, Navy, Bunch, Library, Class etc.
Let’s discover the difference between Common Nouns and Collective Nouns:-
Common Noun | Collective Noun |
অনেক Players মিলে | একটা Team হয় |
Men | Crowd |
Keys | Bunch |
Books | Library |
Material Noun
যে Word আমরা গননা করি না কিন্তু পরিমাপ করি তাকে Material Noun বলে।এই Noun এর আগে কখনো Article বসে না। কিন্তু এই Noun থেকে উৎপন্ন কিছু Material Noun না এগুলো Common Noun।
Ex: Sugar, Gold, Oil, Water, Flour, Powder, Iron, etc.
Let’s discover the difference between Material and Common Nouns:-
Material | Common | |
Gold | Produces | Necklace, Ring |
Iron | Produces | Hammer, Sickles |
Milk | Produces | Sweet, Biscuits |
Wood | Produces | Chair, Table |
Important Note for Noun
- Abstract & Material Noun গণনা যোগ্য না তাই এগুলো Uncountable Noun. সকল Uncountable Noun হচ্ছে 3rd Person Singular.
- Proper, Common & Collective Noun যেহেতু গণনা করা হয় তাই এগুলোকে Countable Noun বলে। সকল Countable Noun হচ্ছে Third Person. একটা হলে Singular কিন্তু একের বেশি হলে
- Proper noun/ Material Noun /Abstract noun এর আগে Article বসে না, (X) বসে।যেমনঃ _X_ honesty is the best policy. _X_water has no color. _X_cancer is a fatal disease.
- কিন্তু Material Noun /Abstract noun গুলোর পরে of থাকলে এর আগে The বসে।যেমনঃ The honesty of Rahim is known to all. The water of the pond is messy.
- Collective Noun যখন একমত প্রকাশ করে তখন এই Noun, Singular এবং এর Verb হবে Singular ও Pronoun হবে It, it, its.
Example: The committee (be) going to make its/their decision and it/they (be) getting united.
Ans: The committee is/was going to make its decision and it is getting united (একত্র). - Collective Noun যখন ভিন্নমত প্রকাশ করে তখন এই Noun, Plural এবং এর Verb হবে Plural ও Pronoun হবে They, them, their.Example: The committee (be) divided in its/their decision and it/they (be) getting separate.
Ans: The committee are divided in their decision and they are getting separate (আলাদা).
How to identify noun| Suffixes for Noun | Noun চিনার উপায়ঃ
Noun খুব সহজে চিনতে হলে, এই Suffixes গুলো মুখস্থ রাখতে হবে।
ness = brightness, dryness, happiness
ce = maintenance, sustenance, absence,
cy = accuracy, literacy, secrecy, privacy
th = depth, length, truth, warmth
ety = variety, anxiety, curiosity
al = trial, denial, removal, arrival
ist = capitalism, terrorism, nationalism
hood = boyhood, childhood, adulthood
dom = wisdom, martyrdom, freedom
ism = capitalist, terrorist, nationalist
tion = attention, creation, concentration
sion = conclusion, extension, pretension
ity = familiarity, superiority, popularity, regularity
or = creator, contributor er= maintainer, driver, helper
ment = agreement, attainment, improvement, punishment